
বাগেরহাটের মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৩টি বসতঘর।
১১ মে, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পুটিখালী ইউনিয়নের পুটিখালী গ্রামে মো. মিজানুর রহমান হাওলাদার, মো. শহিদুল ইসলাম হাওলাদার ও মো. অজিয়ার হাওলাদারের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কোন হতাহত না হলেও তাদের ঘরে থাকা নগদ ১২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, রাতের আঁধারে আগুন লেগে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় মানুষ গভীর ঘুমে থাকায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া ফায়ার সার্ভিসকেও সংবাদ দেয়া যায়নি।
ইউপি সদস্য মো. মাসুদ আলম বলেন, তিনি সকালে এসে ঘরগুলোকে ছাই আকারে দেখতে পান। তাদের সবকিছু পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, বিদ্যুৎ লাইনে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেছেন, আগুন লাগার সংবাদ শুনেছি। সেখানে ৩টি ঘর সম্পূর্ণ পুরে গেছে। তাদেরকে সহযোগিতা জন্য জেলা প্রশাসক কার্যালয় তথ্য পাঠানো হয়েছে।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]