শিরোনাম
শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৪:২২
শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকুপায় সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- ওই গ্রামের শফিউদ্দিনের ছেলে লাল্টু (৫০), লাল্টুর ছেলে জসিম (২২), আব্দুল মালেকের ছেলে মিলন (২৫), আব্দুল গণির ছেলে টিটো শিকদার (৫০), টিটো শিকদারের ছেলে আশরাফুল (২২), কবির শিকদারের ছেলে রাজু হোসেন (২৩), মুনতাজ মোল্লার ছেলে স্বপন মোল্লা (৪৫), একরাম মিয়ার ছেলে সুজায়েদ হোসেন (৬০), আব্দুল গণি শিকদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৬৫), মনিরুল ইসলামের ছেলে রাজু (২০)। বাকিদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ফারুক চেয়ারম্যান ও টিটোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষর ১৫ জন আহত হয়েছেন।


বিবার্তা/কোরবান/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com