
ভোলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে শহিদ সুকান্ত বাবু নামের একটি লঞ্চ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষিপুর থেকে ভোলার ইলিশা ঘাটে লঞ্চটি পৌঁছলে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আহমেদ সোহাগ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইলিশা লঞ্চঘাটে মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা শহিদ সুকান্ত বাবু নামের একটি লঞ্চ ইলিশা ঘাটে আসলে অভিযান চালানো হয়। এসময় একটি ট্র্যাভেল ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে পালিয়ে গেছে।
বিবার্তা/শাহীন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]