শিরোনাম
নওগাঁয় স্বাধীনতা দিবস পালিত
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১২:৫৫
নওগাঁয় স্বাধীনতা দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু হয়।


সকাল সাড়ে ৮টায় নওগাঁ স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, পুলিশ সুপার মোজাম্মেল হক, পৌর মেয়র নজমুল হক সনিসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


অপরদিকে, বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে মুক্তিযোদ্ধারের একটি র‌্যালি বের হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করে।


বিবার্তা/নয়ন/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com