ভোলায় বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ‘সালাতুল ইস্তিসকার’ নামাজ আদায়
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:২৯
ভোলায় বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ‘সালাতুল ইস্তিসকার’ নামাজ আদায়
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তীব্র দাবদাহ হতে মুক্তি ও রহমতের বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন ভোলার ধর্মপ্রাণ মুসল্লিরা।


২৫ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে খোলা আকাশের নিচে ইস্তিসকার এর নামাজ অনুষ্ঠিত হয়।


প্রখর রোদ ও তীব্র দাবদাহ উপেক্ষা করে নামাজ আদায় করার পর খুতবা শেষে বৃষ্টির প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা কাবিল মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম।


আগামী শুক্রবার ও শনিবার একই স্থানে সকালে এ নামাজ আদায় করা হবে বলে জানান আয়োজকরা।


জেলা আবহাওয়া অফিস সূত্র জানা যায়, গত কয়েকদিন ধরে ভোলায় মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করেছে, এতে তীব্র তাপদাহের কারণে ও খরায় ফসলি জমি, প্রাণিকূলসহ অস্থির হয়ে উঠছে জনজীবন। বৃষ্টি না হওয়ায় খাল, বিল, পুকুর ও নদী-নালা শুকিয়ে যাচ্ছে।


নামাজে অংশগ্রহণকারী অধিকাংশ মুসল্লিরা বলেন, প্রচণ্ড গরমে এবং খরায় অস্থির হয়ে উঠছে জনজীবন। এ অবস্থা থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে মোনাজাতে ক্ষমা ও রহমত প্রার্থনা করেছি।


এছাড়া তীব্র দাবদাহ হতে মুক্তি ও রহমতের বৃষ্টির আশায় ভোলার ইলিশা মৌলবির হাট ফাজিল মাদ্রাসার মাঠে, চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠসহ বিভিন্ন জাগায় ‘সালাতুল ইস্তিস্কার’ নামাজ আদায় করা হয়েছে।


বিবার্তা/শাহীন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com