
ভোলার ইলিশায় দ্বিতীয়বারের মত ফের ব্লক ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীসহ ফেরী ঘাটে থাকা ব্যবসায়ীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে এটিই ডিজাইন প্রক্রিয়া। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে ইলিশা ফেরি ঘাট সংলগ্ন এ ব্লক ধসের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকালের দিকে হঠাৎ করে ইলিশা ফেরি ঘাট সংলগ্ন এলাকায় প্রায় একশ ফুট এলাকা নিয়ে বেঁড়ি বাঁধের সিসি ব্লক দ্বিতীয় বারের মত মেঘনায় দেবে যায়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
নদীতে ব্লক দেবে যাওয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ভোলা সদরের ইলিশা লঞ্চঘাট সংলগ্নে একই স্থানে দ্বিতীয় দফায় প্রায় ১০০ ফুট জায়গা নিয়ে সিসি ব্লক নদীতে ধসে পরেছে এবং অনেক এলাকা জুড়ে ফাটলও দেখা দিয়েছে। যা দেখে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, নদীর স্রোতে হঠাৎ করেই ব্লক ধসে পড়ার ঘটনা দেখতে পায় তারা। তবে এর পূর্বেও ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর এধরনের ব্লক ধসের ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজাজ্জানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। এতে ভয়ের কোনো কারণ নেই। এটি ব্লক ডিজাইনের একটি প্রক্রিয়া। বিষয়টি আমরা নজরে রেখেছি।
উল্লেখ্য, ভোলার মানুষের কাছে আতঙ্কিত নাম ‘নদীভাঙ্গন’, মেঘনার করাল গ্রাসে জমিদারিসহ বাপ-দাদার ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হয়েছেন জেলার কয়েক হাজার মানুষ। সহায় সম্বল হারিয়ে আশ্রয়হীন হয়ে পথে বসতে হয়েছে কয়েক হাজার পরিবারকে। মেঘনার ভাঙ্গন থেকে বাঁচতে বছরের পর বছর রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করতে হয়েছে দ্বীপ জেলার সর্বস্তরের জনগণকে।
বিবার্তা/শাহীন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]