শিরোনাম
রাজশাহীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ০৯:৪৪
রাজশাহীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রবিবার ভোর ৬টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার লালাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আলু ভর্তি একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। ওই সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ীর লালাদীঘি এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে প্রায় ২০ মিনিট ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, দুর্ঘটনায় বাস-ট্রাকের চালক ও হেলপারসহ সাত/আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শুধু একজন নারীর অবস্থা আশঙ্কাজনক।


বিবার্তা/রিমন/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com