
বান্দরবান জেলার লামা উপজেলায় ভুষির চুলার আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২০ এপ্রিল) দিনগত গভীর রাতে উপজেলা শহরের জনতা ব্যাংক গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। একটি চা দোকানের ভুষির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করেছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে দিক নির্দেশনা প্রদান করেন।
সূত্র জানায়, রবিবার রাত ১টার দিকে করিমুল মোস্তফার চা দোকানের চুলা থেকে আগুন জ¦লে উঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মো. ইব্রাহীম, রহমান, আলাউদ্দিন ও ইউনুছের ফার্নিচার দোকানসহ করিমুল মোস্তফার চা দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী রহমান বলেন, দোকানে প্রায় আড়াই লাখ টাকার বেশি অর্ডারি ফার্নিচার ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে কোনো ফার্নিচার রক্ষা করা সম্ভাব হয়নি। এদিকে আরেক ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী আলাউদ্দিন ও স্থানীয় শাহারাজ, হারুণসহ অনেকে জানান, চা দোকানের ভুষির চুলা থেকে আগুনের সূত্রপাত।
এর আগের রাতেও ওই ভুষির চুলা থেকে কালো ধোঁয়া বের হয়েছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাফায়েত হোসেন জানান, করিমুল মোস্তফার চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৫টি দোকান পুড়েছে।
এ বিষয়ে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম জানায়, আগুনে ৫ দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। রবিবার সকালে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও চাউল সহায়তা করা হয়েছে।
বিবার্তা/নুরুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]