ফেনীর মুহুরি নদীতে গোসল করতে নেমে মো. আবুল হাসান (২২) নামে নৌবাহিনীর এক সদস্য নিখোঁজের খবর পাওয়া গেছে।
২০ এপ্রিল, শনিবার দুপুরে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিখোঁজ হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌ ঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
নিহতের পিতা জানিয়েছেন, হাসান ছুটিতে আছেন। তীব্র তাপদাহের কারণে সে দুপুরে মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ হয়।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল কাজ করছেন। তবে রাত পৌনে ৯ টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]