শিরোনাম
সিলেটে বিস্ফোরণে পুলিশ-ছাত্রলীগ নেতাসহ নিহত ৬
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ০৩:০৯
সিলেটে বিস্ফোরণে পুলিশ-ছাত্রলীগ নেতাসহ নিহত ৬
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান চলাকালে কাছের একটি জায়গায় দুই দফা বিস্ফোরণে পুলিশ-ছাত্রলীগ নেতাসহ নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ছয়জনে।


শনিবার রাত সোয়া ২টার দিকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের ইন্সপেক্টর মনিরুল ইসলাম মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মূসা।


এর কিছুক্ষণ আগে রাত পৌনে ২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতুল ফাহিমকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। ফাহিম দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উপ পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।


এরও আগে পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, কলেজছাত্র ও ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপু, নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮) এবং অজ্ঞাত এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।


এছাড়া সিলেটের গোটাটির এলাকায় বোমা বিস্ফোরণে র্যা বের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন রশিদসহ আরো ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতদের মধ্যে র্যা বের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


এদিকে বিস্ফোরণে আহত আরও ১৭ জন ওসমানী মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- মোস্তাক আহমেদ, নাজিমউদ্দিন, রোমেল আহমেদ, অহিদুল ইসলাম, ইসলাম আহমেদ, নুরুল আলম, বিপ্লব হোসেন, আব্দুর রহিম, সত্তারউদ্দিন, রাহিম মিয়া, হোসেন আহমেদ, মামুন আহমেদ, ফারুক মিয়া, সালাউদ্দিন শিপার, গুলজার আহমেদ, রিমন আহমেদ ও আজমল আলী। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।


বিবার্তা/খলিল/পলাশ


সিলেটে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com