
পাবনার ফরিদপুরে বোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো, মঙ্গল গ্রামের আবু বক্করের ছেলে শাকিল, শামীম এবং একই এলাকার হামিদ প্রাং এর ছেলে সাদেক।
২০ এপ্রিল, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে হাদল ইউনিয়নের মঙ্গলগ্রাম একটি মাঠে ডাকাতদল ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ এর ভিত্তিতে আজ ভোরে র্যাব ১২ পাবনা ক্যাম্পে সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি বোমা উদ্ধার করে।
র্যাব ১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক জানান, আটককৃতদের নামে পাবনা সহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বোমা নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আসছে।
বিবার্তা/পলাশ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]