শিরোনাম
দেয়াল ভেঙে থার্ড টার্মিনালের ভেতরে বাস, প্রকৌশলীর মৃত্যু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ১৪:৩০
দেয়াল ভেঙে থার্ড টার্মিনালের ভেতরে বাস, প্রকৌশলীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে বেপরোয়া একটি বাস ভেতরে ঢুকে যাওয়ায় এর নিচে চাপা পড়ে সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তার নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।


১৯ এপ্রিল, শুক্রবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।


বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। বাসচাপায় তিনি গুরুতর আহত হন।


পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ সুরতহালের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা। তবে বাসটিকে জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com