
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাচারিপাড় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে পলিথিনের মোড়ানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক আব্দুল কাদের জানান, দুপুরে পুরাতন কাচারিপার এলাকায় পৌরসভার পুকুরে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ গর্ভপাত করে মৃতদেহটি এখানে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে সঠিক কারণ জানা যাবে। ঘটনাটির তদন্ত চলছে।
বিবার্তা/আকঞ্জি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]