শিরোনাম
ডিমলায় জাতীয় গণহত্যা দিবস পালিত
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ২১:২৭
ডিমলায় জাতীয় গণহত্যা দিবস পালিত
ডিমলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের সাথে ২৫ মার্চ শনিবার সকালে নীলফামারী ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী পরিবারের পক্ষ হতে একটি বিশাল র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম হলে রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সিদ্দিকা, উপজেলা আ. লীগ যুগ্ম সম্পাদক বাবু নিরেন্দ্রনাথ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আ. লীগ ইউনিয়ন সভাপতি বাবু মহিত কুমার সিংহ রায়।


মোহাইমেনুল ইসলাম রনির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, ডিমলা মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোখলেছার রহমান, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।


আলোচনা সভায় অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু সায়েম সরকার, সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন স্বাধীন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. আব্দুর রশিদ লেবুসহ শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সাধারণ জনগণ।


বিবার্তা/সানু/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com