শিরোনাম
কুমিরের সাথে সেলফি, প্রাণ গেল যুবকের
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ২১:০২
কুমিরের সাথে সেলফি, প্রাণ গেল যুবকের
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিরের সাথে সেলফি তোলার সাধ হয়েছিল। প্রাণ দিয়ে সেই শখের মূল্য দিতে হলো আসাদুজ্জামান রনিকে।


শনিবার দুপুরে বরগুনার তালতলীর ট্যাড়াগিরি ইকোপাকের্র কুমির প্রজনন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বরগুনার তালতলীর ট্যাড়াগিরি ইকোপার্কে কুমিরের সঙ্গে সেলফি তুলতে যান এক দর্শনার্থী। এসময় একটি কুমির তাকে গভীর পানিতে টেনে নিয়ে যায়। এতে তার মৃত্যু হয়।


নিহত যুবক আসাদুজ্জামান রনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো. গোলাম মোস্তফার একমাত্র ছেলে।


শনিবার দুপুর ২টার দিকে তালতলীর ট্যাংড়াগিরি ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্রে কুমির দেখতে যান রনি। তিনি বিপৎসীমার প্রাচীর টপকে একটি কুমিরের কাছাকাছি গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন।


এসময় আকস্মিকভাবে একটি কুমির তাকে কামড়ে ধরে। কুমিরটি তাকে কামড়ে ধরে পুকুরে ঘুরতে থাকে। যখন তাকে ছেড়ে দেয় ততক্ষণে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও বনবিভাগের কর্মকর্তারা রণির মৃতদেহ উদ্ধার করে।


তালতলীর ফকীরহাট বনভূমির বিট কর্মকর্তা সজিব কুমার মজুমদার বলেন, খবর পেয়ে স্থানীয় বনকর্মীরা সাথে সাথে সেখানে ছুটে যান। ততক্ষণে কুমিরটি দর্শনার্থী রনির মৃতদেহ ছেড়ে দিলে তা পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় অধিবাসীসহ তালতলী থানা পুলিশের সহযোগিতায় দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়।


বিবার্তা/উত্তম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com