প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার প্রদর্শনীতে মাংস ও দুধ উৎপাদনকারী উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, গাড়ল এবং মাংস ও ডিম উৎপাদনকারী উন্নত জাতের হাস, মুরগী, কবুতরসহ প্রানিস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ভ্যাকসিন ও পশুখাদ্য প্রদর্শিত হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন বক্তব্য রাখেন।
আজ থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপী এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহে আগামী কাল ১৯ এপ্রিল জেলার সকল ইউনিয়নে গবাদি পশু ও পাখিকে টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল কৃমি নাশক ঔষধ বিতরন করা হবে। ২১ এপ্রিল প্রতি উপজেলায় একটি করে
স্কুলে বাচ্চাদের দুধ খাওয়ানো হবে। ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিবার্তা/সঞ্জয়/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]