শিরোনাম
সিলেটে দুই দফা বোমা বিস্ফোরণে নিহত ৩
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ২০:১৮
সিলেটে দুই দফা বোমা বিস্ফোরণে নিহত ৩
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় দুই দফা বোমা হামলার ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।


শনিবার রাত ৮টার দিকে সিলেট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া এ তথ্য জানান। তিনি বলেন, এর মধ্যে দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নিহত দুই পুলিশ সদস্য হলেন ইনসেপক্টর আবু ফয়সাল ও ইনসেপক্টর মনির।


সিলেটের আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে সন্ধ্যা ৭টার দিকে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটলো।


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জেদান আল মূসা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।
তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনী জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে যে জায়গায় ব্রিফিং করেছিল বোমা বিস্ফোরণের স্থানটি তা থেকে ২০০ ফুট দূরে। বোমা বিস্ফোরণের সময় চেকপোস্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। তবে পুলিশের কোনো সদস্য বিস্ফোরণে আহত হয়েছেন কি না নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের কেউ আত্মঘাতী কি না তাও জানা যায়নি।


সেখানে কঠোর নিরাপত্তা ছিল। কঠোর নিরাপত্তার মধ্যেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


এ ঘটনায় গুরুতর আহত ‘সিলেট মানচিত্র’র ফটো সাংবাদিক মো. আজমল আলীসহ ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে প্যারা কমান্ডো। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘অপারেশন টোয়ালাইট’ শুরু করে সেনাবাহিনী। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের সাঁজোয়া যান ও কয়েকটি অ্যাম্বুলেন্স।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com