শিরোনাম
ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কে‌টে নিলেন স্ত্রী!
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১৬:০১
ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কে‌টে নিলেন স্ত্রী!
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কে‌টে পা‌লিয়ে‌ছে স্ত্রী। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়ার পর উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়।


১৭ এপ্রিল, বুধবার সকা‌লে উপ‌জেলার রাউৎবা‌ড়ি গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে। ঘটনার পর তার স্ত্রী জা‌কিয়া শিশু সন্তান‌ রে‌খে পা‌লি‌য়ে‌ছে।


আহত স্বামী ফিরোজ (২৫) ওই গ্রা‌মের শাহজাহানের ছে‌লে।


ফি‌রো‌জের মামা আরজু জানান, ‌বি‌য়ের পর থে‌কে স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল। সকা‌লে ঘুমা‌নো অবস্থায় ভাগিনার লিঙ্গ কে‌টে ফে‌লে তার স্ত্রী। প‌রে পা‌শের লোকজন খবর পে‌য়ে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসে। তার স্ত্রী বা‌ড়ি থে‌কে পা‌লি‌য়ে‌ছে।


আহত ফি‌রোজ জানায়, ঘু‌মেই ছিলাম। এসময় স্ত্রী হঠাৎই লিঙ্গ কে‌টে ফে‌লে।


উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সের উপসহকা‌রী মে‌ডি‌কেল অ‌ফিসার কাজল তালুকদার ব‌লেন, লি‌ঙ্গের পু‌রো অংশ কে‌টে ফেলা হ‌য়ে‌ছে। এতে প্রচুর রক্তক্ষরণ হ‌য়ে‌ছে। উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আহসান উল্ল‌্যাহ জানান, ঘটনা‌টি শু‌নে‌ছি। ‌এই বিষ‌য়ে কোন অ‌ভি‌যোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/বাবু/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com