
রাজবাড়ী সদর উপজেলার আহম্মদ আলী মৃধা কলেজের সামনে দিলিপ শিকদার (৪০) বিশ্বাস নিহত হয়েছেন।
নিহত দিলিপ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের রনজিৎ শিকদারের ছেলে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুইটি ট্রাকের মধ্যে এ সংঘর্ষে ঘটে।
স্থানীয়রা বলেন, রাতে একটি পাট বোঝাই ট্রাক কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গ্যাসের ক্যারিয়ার বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্যাসের ক্যারিয়ার বোঝাই ট্রাকের সহযোগী মারা যায়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।
বিবার্তা/মিঠুন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]