
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টায় ও ১০টায় আড়িয়াল খাঁ নদ থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৪ এপ্রিল) বেলা ২টার দিকে ঢালীবাড়ি লঞ্চঘাটে গোসলে গিয়ে নিখোঁজ হয় তারা।
মৃত দুই বোন হলো- উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে হাবিবা হাসান অর্পা (১৭) এবং মো. বাবুর মেয়ে সিদরাতুল মুনতাহা হাফসা (১৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয়রা জানায়, ওই দুই বোনের পরিবার ঢাকায় থাকত। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে নদে নেমে ডুবে যায়।
মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মো. নুরুল ইসলাম বলেন, দুই বোন নিখোঁজের পর জেলে ও স্থানীয়দের নিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। সকাল ৭টার দিকে ঢালীবাড়ি লঞ্চঘাট থেকে ২০০ গজ পশ্চিমে অর্পার মরদেহ পাওয়া যায়। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বানীমর্দন লঞ্চঘাট এলাকা থেকে সিদরাতুল মুনতাহা হাফসার ভাসমান মরদেহ পাওয়া গেছে।
মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানান, নিখোঁজ দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]