
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল, বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোকাররম হোসেন তালুকদার, জোবায়ের পাশা হিমু, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাসান মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ, শিক্ষক মাহমুদুল হাসান সামরুল, সাংবাদিক মো. শহীদুল ইসলাম শাহীন, এনজিও প্রতিনিধি সাগর জন কস্তা ।
বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মুজিবনগর দিবস।
বিবার্তা/শহীদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]