
মাদারীপুরের শিবচরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
১৬ এপ্রিল, মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমীন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাতও হতে থাকে। বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমীন রান্নাঘর থেকে বসতঘরে যাচ্ছিলেন।
এ সময় উঠানোর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান শারমীন। অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, আমাদের কাছে এখনো খবর আসেনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]