ব্রাহ্মণবা‌ড়িয়ায় প‌রি‌বেশ অ‌ধিদফতরের মোবাইল কোর্ট অভিযান
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ২১:৩৫
ব্রাহ্মণবা‌ড়িয়ায় প‌রি‌বেশ অ‌ধিদফতরের মোবাইল কোর্ট অভিযান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিজয়নগর উপ‌জেলার সিংগারবিল এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


১৬ এপ্রিল, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।


মোবাইল কোর্টে মেসার্স এলআরবি ব্রিকস নামক ১ ইট ভাটাকে ১টি মামলায় ৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নাসিরনগর উপ‌জেলার হরিপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স শিহাব ব্রিকস নাম আরেক ইট ভাটাকে এক মামলায় ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একইসা‌থে ৪টি ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ (সংশোধিত ২০১৯) মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।


মেবাইল কোর্ট পরিচালনায় দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। পরিবেশ অধিদফতরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী এবং বাংলা‌দেশ পু‌লিশ বা‌হি‌নী, আসনার বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।


পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী জানান, এরূপ কার্যক্রম ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।


বিবার্তা/আকঞ্জি/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com