
রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ এপ্রিল, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদশীরা জানান, রাস্তায় চলাচলের সময় হঠাৎ ভেসে ওঠা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ দেখতে পান পথচারীরা। পরে জানানো হলো ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, খবর পেয়ে হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন তারা। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
হাতিরঝিল থানার এসআই ফুল কুমার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]