শিরোনাম
নাসিরনগর থানার এএসআই প্রত্যাহার
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৬:৫৪
নাসিরনগর থানার এএসআই প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার সহকারী উপ-পরিদর্শক মো. আশরাফুলকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে আশরাফুলকে নাসিরনগর থানা থেকে প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পাঠানো হয়।


নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, ২০ মার্চ ধরমণ্ডল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।


এ সময় ধরমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিয়াজ উদ্দিনসহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় এএসআই আশরাফুলের গাফিলতি ছিলো বলে লোকজন অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com