
কুষ্টিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪ এপ্রিল, রবিবার সকাল ৮টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি জেলার বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের বনবীথিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এ রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. শারমিন আখতারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি, নাটক, নৃত্য, সংগীত ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও জেলার দৌলতপুর সহ বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করে।
বিবার্তা/শরীফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]