শিরোনাম
রাজশাহীর বাজারে ভারতীয় আম
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৫:২১
রাজশাহীর বাজারে ভারতীয় আম
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর বাজারগুলোতে আগাম আম উঠতে শুরু করেছে। এসব আম পার্শ্ববর্তী দেশ ভারতের। এসব আম ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রাজশাহীর বাজারে আসছে।


যদিও রাজশাহী অঞ্চলের আম গাছগুলোতে শোভা পাচ্ছে এখন আমের গুটি। ভারতীয় আমের রঙ হালকা হলুদ ও লালচে ধরনের। এসব আম আকারে ছোট। প্রতিকেজি আম ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও নতুন ফলের স্বাদ নেয়ার জন্য আগ্রহী ক্রেতারা। তাই আম কিনছেন তারা।


ফল ব্যবসায়ীরা জানান, ভারতীয় আমের স্বাদ টকমিষ্টি ধরনের। তবে ভারত থেকে প্রতি বছরই এ সময় আম দেশে প্রবেশ করে। বাজারে যেসব আম পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে- পিএম, তোতা পাখি ও গোলাপ খাস।


নগরীর বিভিন্ন ফলের দোকানে বিক্রি হচ্ছে এসব জাতের আম। নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল স্থান সাহেববাজার, বাস টার্মিনাল, রেলগেট শহীদ কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর, কোর্ট বাজার ও কাদিরগঞ্জ এলাকার ব্যবসায়ীরা আম বিক্রি করছেন।


শুক্রবার সকালে নগরীর লক্ষ্মীপুর বাজারে ভারতীয় আম কিনতে আসা ক্রেতা সেলিম রেজা বলেন, ফলের রাজা আম। তাই বাজারে দাম বেশি হলেও কিনছি। কারণ পরিবারের সদস্যদের নিয়ে দেশি আম বাজারে আসার আগেই স্বাদ উপভোগ করতে চাই।


নগরীর সাহেববাজার বড় মসজিদ এলাকার ফল ব্যবসায়ী নিখিল চন্দ্র দাস বলেন, আমাদের দেশে কেবল আমের গুটি ধরেছে। এখনো আম বড় হয়নি। তাই প্রত্যেক বছর দেশি আম বাজারে ওঠার আগেই ভারতীয় আম আমদানি হয়। ভারতীয় এসব জাতের আম টকমিষ্টি। দামও একটু বেশি। তারপরেও ক্রেতারা আগ্রহ নিয়ে কিনছেন।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com