শিরোনাম
জাতীয় গণহত্যা দিবসে ভোলায় আলোচনা সভা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৫:০৮
জাতীয় গণহত্যা দিবসে ভোলায় আলোচনা সভা
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ভোলায় সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়।

 

প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। ভোলা প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

 

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায় পাকবাহিনী। ওই রাতে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে চেয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী।

 

তারা আরো বলেন, তারপরও বাংলার জনতাকে দাবিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নয় মাস যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা। নতুন প্রজন্মকে দেশের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান বক্তারা।

 

প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামসুল আলম মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হাসিবুর রহমান।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিবার্তা/আছিয়া/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com