
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র উদ্ধার করা হয়। ৮ এপ্রিল, সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৬ মার্চ টঙ্গী এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে র্যাব-১ এর কন্ট্রোল রুম সক্রিয় হবার পর থেকে নিয়মিত ছিনতাইচেষ্টার অভিযোগ আসতে থাকে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব-১ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। সেই প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিমানবন্দর এলাকা থেকে একটি ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি টিম।
উল্লেখ্য, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]