শিরোনাম
পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেটে মনিরুল ইসলাম
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১০:০৮
পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেটে মনিরুল ইসলাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি নামেক স্থানে গিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শুক্রবার রাত ৩টার দিকে তিনি সিলেটে পৌঁছান।


এর আগে, শুক্রবার ভোর রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামের একটি ভবনে জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। সকালে দুটি বিস্ফোরণের শব্দ শোনার পর পুলিশ জঙ্গির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।


এরপর দিনভর অভিযানের জন্য কার্যক্রম চালানো হয়। অবশেষে শনিবার সকালে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর বাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশ ‘স্প্রিং রেইন’।


এদিকে, সকাল সাড়ে ৭টা থেকে ঘটনাস্থলের থাকা সাংবাদিক ও আশপাশের মানুষকে দূরে সরে যেতে বলা হয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তারা মাইকে এ ঘোষণা করেন।


অভিযানে প্যারা-কমান্ডোদের নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়সার। প্যারা-কমান্ডোদের সাথে আছেন সোয়াট সদস্যরা। এছাড়া বাইরে অবস্থান করছেন পুলিশ, র‌্যাব, পিবিআই, ডিবি, এসবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য।


বিবার্তা/খলিল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com