শিরোনাম
টেকেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০২:০১
টেকেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের টেকেরহাট বন্দরসংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্রাইভারসহ দুই কিশোর নিহত হয়েছে।


বুধবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মোটরসাইকেল চালক হাফিজুল মাতুব্বর (১৮) উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও আরোহী ফায়জুল মাতুব্বর (১৫) একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে।


জানা গেছে, বুধবার রাতে ওই দুই কিশোর মোটরসাইকেল নিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের ঘুরতে বের হয়। বিভিন্ন স্থানে ঘুরে টেকেরহাটের দিকে আসতেছিল। পথিমধ্যে রাত ১০টার দিকে মহাসড়কের শান্তিপুর নামক স্থানে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগামী মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক হাফিজুল মাতুব্বর ও আরোহী ফায়জুল মাতুব্বর সড়কের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।


মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।


বিবার্তা/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com