শিরোনাম
সজীব হত্যা মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ০৪:৪০
সজীব হত্যা মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র মাহফুজ আলম সজীব হত্যা মামলার আসামি সবুজ হোসেন (২৩) ও শাকিল হোসেন (২১) র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
বুধবার রাত ৩টার দিকে উপজেলার দর্শনা শান্তিপাড়া বাইপাস সড়কে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।


নিহত সবুজের বাড়ি চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবিপাড়ায় ও শাকিলের বাড়ি দামুড়হুদা উপজেলার দশমীপাড়ায়।


র‌্যাবের দাবি, নিহত দুই জন সজীব হত্যা মামলার আসামি ছিল। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান, চারটি গুলি ও দুটি হাঁসুয়া উদ্ধারের দাবি করেছে র‍্যাব।


ঝিনাইদহ র‌্যাব-০৬ এর অধিনায়ক মেজন মনির আহমেদ জানান, দর্শনা এলাকায় র‌্যাবের টহল দলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুইজন নিহত হন। তারা স্কুল ছাত্র সজীব হত্যা মামলার আসামি।


উল্লেখ্য, চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজীবকে গত ২৯ জুলাই দামুড়হুদার কৃষিমেলা থেকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। গত ৩১ আগস্ট চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবিপাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় সজীবের গলিত লাশ। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com