শিরোনাম
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এম ভি সাপোডিলা
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ২০:৪৮
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এম ভি সাপোডিলা
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি সাপোডিলা মোংলা বন্দরে পৌঁছেছে।


২ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল নিয়ে আসা এ জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে।


জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং লাইন্স’র অপারেশন ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৫৪৩ প্যাকেজের প্রায় ২ শত ৪৪ ম্যাট্রিক টন মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইবেরিয়ার পতাকা বাহি জাহাজটি আজ মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। এরপর সন্ধ্যায় বন্দরের ৯নম্বর জেটিতে ভিড়ে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সাপোডিলা। জাহাজটি থেকে আজ রাত থেকে মালামাল খালাস কাজ শুরু হবে।


আমদানি করা ওইসব মেশিনারিজ মালামাল বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।


বিবার্তা/জাহিদ/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com