
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র কারবারি কামাল হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একটি বন্দুক।
গ্রেফতার কামাল সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর মাঝেরপাড়ার নুরুল ইসলামের ছেলে।
শনিবার (৩০ মার্চ) ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ায় এ অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ায় কতিপয় লোকজন অস্ত্রের চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ধরতে সক্ষম হয়। পরে গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি একটি বন্দুক জানান তিনি।
সাজ্জাদ জানান, গ্রেফতার ব্যক্তি একজন চিহ্নিত অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]