
রাজধানীর হাইকোর্ট মাজার এলাকা থেকে এক ভাসমান ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা পুরুষ, বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। মৃতের পরনে ছিল চেক লুঙ্গি।
ডিএমপি শাহবাগ থানার উপপরিদর্শক এসআই মো. আ. খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে হাইকোর্ট মাজার এলাকা থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে রাত পৌনে আটটায় মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা যায় মৃত ব্যক্তি ভাসমান, ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এসআই।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]