
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া বড় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ওই কিশোরের নাম মোয়াজ (১৫)। সে পশ্চিম নাখালপাড়ার ইয়াহিয়া রোজ শরীফের ছেলে।
চাচা কাউসার জানিয়েছেন,মোয়াজ বুদ্ধি প্রতিবন্ধী ছিলো। সকালে ফুপুর বাড়ি থেকে বের হয়ে রেললাইনে চলে গেলেও কেউ তা দেখেনি। দুর্ঘটনার পর লোকজন খবর দেয়।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]