
রাজধানীর কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে রোজা মনি নামের ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তার মা হাসিনা বেগম ঐ হাসপাতালে আয়ার কাজ করেন।
শুক্রবার (২৯ মার্চ) বিকাল সাড়ে পাঁচ টার দিকে এই ঘটনাটি ঘটে।
ঘটনার পর পর শিশুটিকে ঐ হাসপাতালে রেখেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে, রাতে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টা ৩৫ মিনিটে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মা হাসিনা বেগম জানিয়েছেন, তিনি কলাবাগান পান্থপথস্থ "ওমেন এ্যান্ড চিলড্রেন হাসপাতালে" আয়ার কাজ করতেন। শিশুটির বাবা আনোয়ার হোসেন এর সাথে তার সম্পর্ক নেই। তিনি সন্তান কে নিয়ে কাঁঠালবাগান এলাকায় থাকতেন। কাজে যাওয়ার সময়ে সন্তান কে সাথে নিয়ে গিয়েছিলেন। ওকে রেখে তিনি কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে শিশুটি অষ্টম তলার রেলিং উপর থেকে নিচে উকি দিতে গিয়ে পড়ে গেছে বলে শুনতে পরেছেন।
শিশুটির বাবা'র বাড়ি পাবনায়। মায়ের বাড়ি নেত্রকোনা জেলায়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]