হত্যা মামলায় ১৪ বছর পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:১৭
হত্যা মামলায় ১৪ বছর পলাতক আসামি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে হত্যা মামলায় ১৪ বছর পলাতক আসামি আকতার হোসেন (৫৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ।


বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টায় গাজীপুরের বাহাদুরপুর পারটেক্স প্লাস্টিক লিমিটেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় ।


আটককৃত আকতার হোসেন ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার মৃত নুর আলীর ছেলে।


র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাইম আহমেদ জানান, আসামি আকতার হোসেন ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি চাঞ্চল্যকর ভ্যান চালক রেজাউল শেখ হত্যা মামলার ২নং আসামি।


তিনি জানান, ভিকটিম রেজাউল শেখের সাথে পুর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন তাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়। ওইদিন জনৈক ভাতিজা কাশেম নামের ব্যক্তি ভিকটিমের মোবাইলে ফোন করে। ফোন কল পেয়ে ভিকটিম স্ত্রীকে জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের বাগানে পুর্ব থেকে দাড়িয়ে থাকা জনৈক বশির ও কবির নামের ব্যক্তিদের সাথে বেরিয়ে যায়।


পরবর্তীত, ভিকটিমের স্ত্রীর ভাসুরের মেয়ে হালিমা খাতুনের মাধ্যমে জানতে পারে যে, তার স্বামীর লাশ ঝিনাইদহ ক্যাডেট কলেজের পেছনে দেলোয়ারের পুকুরের উত্তর পাড়ে বাগানের ভিতর পড়ে আছে। খবর পেয়ে ভিকটিমের স্ত্রী একপর্যায়ে ভাসুরের মেয়েসহ অন্যান্য লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়।


তিনি আরো জানান, এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক পর্যায়ে আসামি আকতার হোসেনের নাম মামলার এজাহারে উল্লেখ ছিল না মর্মে জানা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্তে হত্যার অন্যতম মূল হোতা ধৃত আসামি আকতার হোসেনের নাম বেরিয়ে আসে। এরপর র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার চাঞ্চল্যকর ভ্যান চালক রেজাউল শেখ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ বছর ধরে পলাতক ২নং আসামি গাজীপুর সদর থানার বাহাদুরপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযানিক দল গাজীপুর সদর থানার বাহাদুরপুর পারটেক্স প্লাস্টিক লিমিটেডের ৩নং গেইটের সামনে হতে একটি যৌথ বিশেষ অভিযান পরিচালনা করে এবং চাঞ্চল্যকর ভ্যান চালক রেজাউল শেখ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান পলাতক আসামি আকতার হোসেনকে গ্রেফতার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রায়হান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com