অগ্নিঝুঁকি কমাতে আঞ্চলিক কার্যালয়গুলোতে ডিএনসিসির কড়া নির্দেশনা
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ২২:৩৬
অগ্নিঝুঁকি কমাতে আঞ্চলিক কার্যালয়গুলোতে ডিএনসিসির কড়া নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং কার্যালয়ে রক্ষিত নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রের নিরাপত্তার স্বার্থে কার্যালয়গুলোকে কড়া নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।


২২ সেপ্টেম্বর, শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে বিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল আঞ্চলিক কার্যালয়ে বেশ কিছু নির্দেশনা মানার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন উল হাসান নির্দেশনাগুলো সম্পর্কে জানান, ডিএনসিসির সকল আঞ্চলিক কার্যালয়ে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সেই সঙ্গে সবাইকে এ পাঁচ ধরনের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।


জানা গেছে, এসব নির্দেশনায় বলা হয়েছে, যত্রতত্র ফাইল ও প্রয়োজনীয় কাগজপত্র রাখা যাবে না। নিরাপদ স্থানে নথি ও কাগজপত্র সংরক্ষণ করতে হবে। অগ্নি ঝুঁকি রয়েছে এমন দাহ্য পদার্থ বহন করা যাবে না। অফিস ত্যাগের পূর্বে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নথির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত স্থানে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে এবং অফিস ত্যাগের পূর্বে সেগুলো বন্ধ করতে হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com