শিরোনাম
কলাপাড়ায় বিশ্ব আবহাওয়া দিবস পালিত
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৮:২৬
কলাপাড়ায় বিশ্ব আবহাওয়া দিবস পালিত
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার পৌর শহরে অবস্থিত সংরক্ষিত স্থানীয় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র ক্যাম্পাসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত সংরক্ষিত এলাকা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।


উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ভবনসহ ক্যাম্পাসে ঘুরে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শনীতে অংশ নেয়।


শিক্ষার্থীদের বাতাসের গতিবেগ, তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ, ঘূর্ণিঝড়ের গতিপথ ও অবস্থান সম্পর্কে জানানো হয়।


এছাড়া দিবটি উপলক্ষে আলোচনা সভায় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের সহকারী ইলেকট্রনিক প্রকৌশলী মো. শাহআলম, আবহাওয়া সহকারী মো. মাসুদ রানা ও উচ্চ পর্যবেক্ষণ মো. ফিরোজ কিবরিয়া প্রমুখ বক্তব্য দেন।


ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের সহকারী ইলেকট্রনিক প্রকৌশলী মো. শাহআলম জানান, দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীর আবহাওয়া সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।


বিবার্তা/উত্তম/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com