
বৃষ্টির মধ্যে ‘কারিগরি জটিলতায়’ প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ইফতারের আগে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
১৯ মার্চ, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে যায়।
ওই সময় অফিস শেষে অনেকেই ইফতারের আগে বাসায় ফিরতি চাচ্ছিলেন। ফলে স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে শতশত মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
দীর্ঘ অপেক্ষার পর অনেক র্যাপিড ও এমআরটি পাসধারীদের বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালেন্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যারা সিঙ্গেল ট্রিপের জন্য টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফিরত দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাস্টমার সার্ভিস অফিসার শরিফ সরদার বলেন, বৃষ্টি হয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণে ট্রেন কিছুক্ষণ বন্ধ ছিল। বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]