ফেনীর দুর্ধর্ষ সন্ত্রাসী লিটন কারাগারে
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১৮:৩৯
ফেনীর দুর্ধর্ষ সন্ত্রাসী লিটন কারাগারে
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হত্যা, অবৈধ অস্ত্র ও মাদকসহ ১০ মামলার আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী আব্দুল হান্নান প্রকাশ লিটনকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৭।


১৮ মার্চ, সোমবার রাতে চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি টহলদল।


১৯ মার্চ, মঙ্গলবার দুপুরে ফেনী মডেল থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। আসামি হান্নান ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের আবদুল হাইয়ের ছেলে।


র‌্যাব-৭, ফেনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ও সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা আব্দুল হান্নান লিটনকে গ্রেফতার করে র‍্যাবের একটি টহলদল।


এ সময় তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে চুরিকৃত একটি মোটরসাইকেল, স্মার্ট ফোন ও নগদ ১১হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।


র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম জানান, আব্দুল হান্নান লিটন দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ অন্যান্য গুরুতর অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদক আইনে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com