
রাজধানীর বংশালের সিদ্দিকবাজার এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রিফাত হাসান নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
১৮ মার্চ, সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিফাত রাজবাড়ী সদর উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের আবুল হাসনাতের ছেলে। পরিবারের সঙ্গে বংশালের সিদ্দিকবাজারে নিজ ফ্লাটে থাকতো সে।
রিফাতের মা কুলসুম বেগম বলেন, বিকেলে ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রিফাত। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]