মেট্রোরেল ডিপোর স্টাফ ক্যান্টিনের মাসিক ভাড়া এক হাজার টাকা!
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ২১:২১
মেট্রোরেল ডিপোর স্টাফ ক্যান্টিনের মাসিক ভাড়া এক হাজার টাকা!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেট্রোরেল ডিপোর স্টাফ ক্যান্টিন পরিচালনার জন্য ৭ হাজার ৫৮০ বর্গফুট জায়গার একটি ক্যান্টিন মাসিক ভাড়া মাত্র ১ হাজার টাকা ধরেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)।


এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, দরপত্র ডেকেও সারা না পেয়ে বাধ্য হয়ে ‘নামমাত্র মূল্যে’ ক্যান্টিন ভাড়া দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৪ মার্চ) সংস্থাটির মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ভাড়ার বিষয়টি উল্লেখ করা হয়।


এতে বলা হয়, ভাড়া হিসাবে মাসিক এক হাজার টাকা হারে ১ বছরের জন্য ভ্যাট ও আয়কর ছাড়া সর্বমোট টাকা ১২ হাজার টাকায় এমআরটি লাইন-৬ এর উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুট স্টাফ ক্যান্টিন পরিচালনার জন্য ১ জানুয়ারি দাখিল করা ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজের দরপত্রটি গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। তিন বছরের জন্য চুক্তি সম্পাদন করতে সম্মত রয়েছেন মর্মে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ জারি করার সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। জামানত হিসাবে ২৮ মার্চের মধ্যে ৩ লাখ টাকার পে অর্ডার/ব্যাংক গ্যারান্টি হিসেবে দাখিল করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তির শর্ত হিসেবে এক বছরের জন্য সর্বমোট ১২ হাজার টাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যাংক অ্যাকাউন্টে এবং সমুদয় ভ্যাট ও আয়কর সরকারি কোষাগারে জমা দিয়ে ৪ এপ্রিলের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে হবে। তবে আর্থিক দর প্রস্তাবে উল্লিখিত খাদ্য তালিকার নির্ধারিত মূল্য তালিকা মেনে ক্যান্টিন পরিচালনা করতে হবে।


এদিকে, এই বিজ্ঞপ্তি প্রকাশের পর সরকারি প্রতিষ্ঠানের এমন বিশাল জায়গা ‘নামমাত্র মূল্যে’ ভাড়া দেওয়ার ঘটনায় ফেসবুকে সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, চলতি বছরের ১ জানুয়ারি এই ঠিকাদার নিয়োগ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর একই বিজ্ঞপ্তি দিলেও কোনো সারা পায়নি ডিএমটিসিএল কর্তৃপক্ষ।


ক্যান্টিনে খাবারের দাম কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে এবং ক্যানটিনের মধ্যে কোনো কিছু রান্না করা যাবে না, ক্যাটারিং সার্ভিস দিতে হবে এমন সব শর্তে কোনো ঠিকাদার প্রতিষ্ঠান ক্যানটিনের দায়িত্ব নিতে আগ্রহী ছিল না। তাই দীর্ঘদিনেও ক্যানটিন চালু করা সম্ভব হয়নি। পরবর্তীতে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়।


‘নামমাত্র মূল্যে’ ক্যান্টিন ভাড়া দেওয়ার বিষয়ে জানতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘সারা বাংলাদেশে যে নিয়মে চলে আমরাও সেইভাবে দিয়েছি। আমরা দুই বছর ধরে চেষ্টা করছি এই ক্যানটিন দেওয়ার জন্য, কিন্তু পাচ্ছিলাম না। যেহেতু বাইরের কোনো লোক খাবে না। আমাদের লিমিটেড স্টাফ এতে কেউ আগ্রহ পাচ্ছে না। এটা দ্বিতীয়বার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত বছর সেপ্টেম্বর আবার এ বছর দেওয়া হয়েছে।


ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এটা তো ভর্তুকির ক্যানটিন, এটা মানুষের জন্য না। এখানে বাইরের লোকের কোনো সম্পর্ক নেই। এখানে শুধু স্টাফরা খাবে এবং সেটাও ভর্তুকির ভিত্তিতে খাবে। এজন্য দরপত্র দাখিলই করে না, আগ্রহ নাই। যেহেতু ভর্তুকি দিয়ে খাওয়াতে হবে, সেটা ভাড়ার সঙ্গে সমন্বয় হবে। এখানে এক হাজার টাকার যে কথা বলা হয়েছে, তার সঙ্গে এটার কোন সম্পর্ক নেই। এখানে একটা প্যাকেজ থাকবে। সেটা সাতটা বা চারটা হতে পারে। ঢাকায় আরও এমন স্টাফ ক্যানটিন আছে, সেটা যেভাবে পরিচালিত হয় এটাও সেভাবে হবে। সেখানে যেভাবে পরিচালিত হয়, সেখানে কতগুলো প্যাকেজ দেয়। যেমন ৫০ টাকা দিয়ে এই তিনটা তরকারি খেতে পারবে। ৬০ টাকা দিয়ে এই কটা তরকারি খেতে পারবেন। এটা ভর্তুকির ভিত্তিতে হয়ে থাকে।’


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com