
‘‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’’ এই প্রতিপাদ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৭ মার্চ, রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা সার্কেলের এএসপি আলী ফরিদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, অফিসার ইনচার্জ ওসি মো. শামছুদ্দোহা, ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, জোবায়ের পাশা হিমু, গোলাম ফরিদ খোকা, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সফেদ আলী, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক খান, ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার প্রমুখ।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]