রোজায় অর্ধেক দামে পণ্য বিক্রি করছে পুনাক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১৬:৫৪
রোজায় অর্ধেক দামে পণ্য বিক্রি করছে পুনাক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় প্রান্তিক নারীদের মাঝে বাজারে চলমান মূল্যের অর্ধেক দামে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।


১৭ মার্চ, রবিবার পুলিশ লাইনের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।


জানা গেছে, ক্রেতারা চাউল ২৫ টাকা, ডাল ৪০ টাকা, তৈল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেঁয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেসন ৪৫ টাকা ও খেজুর ৮৫ টাকা কেজি দরে নিতে পারবেন।


পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস জানান, রমজানে প্রান্তিক নারীদের মাঝে সপ্তাহব্যাপী ১০ রকমের পণ্য বিক্রয় করা হবে বাজার মূল্যের অর্ধেক দামে। প্রথম দিনে ১০৫ জন প্রান্তিক নারীদের মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়।


তিনি আরও বলেন, আগামীকাল সোমবার থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এসব পণ্য বিক্রয়। এ সময়ের মধ্যে যতজন প্রান্তিক নারী পণ্য ক্রয় করতে আসবেন সবাই সাশ্রয় মূল্যে পণ্য কিনতে পারবেন।


এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, পুনাকের সাধারণ সম্পাদক জোবাইদা আক্তার, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হুমায়রা আক্তার, পুলিশের বিশেষ শাখার (ডিআই-১) ইন্সপেক্টর আবু জিহাদ খান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।


বিবার্তা/আসিম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com