নাজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১৬:২৭
নাজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের তদারকির দায়িত্বে থাকা উপ সহকারী প্রকৌশলীর (এসও) উপস্থিতিতেই নির্মাণ কাজে ওই অনিয়ম করা হয়।


জানা গেছে, ৬ কোটি টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট ভবনের কাজ প্রায় শেষের পথে ও এর সাব স্টেশন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। ২০২২ সালে ওই নির্মাণ কাজের সর্ব নিম্ন দরদাতা হিসাবে কাজটি পান পোদ্দার কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।


স্থানীয়রা জানান, নির্মাণ কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়নের মাধ্যমে হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। সাব স্টেশন নির্মাণের কাজে লোহার শাটারিং এর নির্দেশ থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে বাঁশ ও কাঠের শাটারিং দিয়ে গত ১১ মার্চ ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করেন।


সরেজমিনে দেখা গেছে, নির্মাণ কাজের দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রাসেল কবিরের সামনেই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছে। তাকে কাজে অনিয়মের কারণ জানতে চাইলে তিনি জানান, কাজটি আগের মূল্যে। বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম অনেক বেশী হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারের কাজে লোকসান হবে।


কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মেজবাহ উদ্দিন জানান, গত ২০২২ সালে এ কাজের টেন্ডারের একই সময় সারা দেশে এমন আরও কয়েকটি ভবন নির্মাণের কাজের টেন্ডার হয়েছে। কিন্তু কাজে লোকসাননের ভয়ে সে সব কাজ করা হয়নি। কাজে সামান্য কিছু অনিয়ম হতে পারে।


স্বাস্থ্য প্রকৌশল বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আফসার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কাজটি পুরানো দরে। অনেক ঠিকাদারই কাজ করছেন না। কাজটি সম্পন্ন করার স্বার্থে সংশ্লিষ্ট ঠিকাদারকে কিছু ছাড় দেয়া (সুবিধা) হচ্ছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান জানান, কাজের তদারকির বিষয়ে কমিটি আছে। তাদের কোন ধরনের পূর্ব তথ্য ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের খেয়াল খুশি মতো কাজ করেন। তাই তদারকি কমিটি কাজের যথাযথ তদারকি করতে পারেননি। অনিয়মের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে ফোনে জানানো হয়েছে।


বিবার্তা/তাওহিদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com