
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন কর্ণফুলী উপজেলা প্রশাসন।
১৭ মার্চ, রবিবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে শোভাযাত্রা বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত।
তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে জাতির জনক। জাতির জনক হয়ে ওঠার পেছনেও রয়েছে হাজারো ত্যাগ-তিতিক্ষার গল্প। এই দিনে যার জন্মের মধ্য দিয়ে যেন এসেছিল শোষিত বাঙালি জাতির মুক্তির বার্তা। আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর হাত ধরে।'
এ সময় সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম নওশাদ রিয়াদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেষে শিশু-কিশোরদের নিয়ে শিশু সমাবেশ ও আনন্দ র্যালি বের করা হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]