শিরোনাম
প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মের ব্যবস্থা করতে সমাবেশ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৪:৫১
প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মের ব্যবস্থা করতে সমাবেশ
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যশোরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিদাতাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) আয়োজনে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।


পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আরআরএফ নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস।


অনুষ্ঠানে জেলার অটোমোবাইল ওয়ার্কশপ, কম্পিউটার মালিক, ওয়েল্ডিং মালিক, বাস মালিক, প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা দক্ষকর্মীদের চাকরি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে আরআরএফ নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস জানান, আরআরএফ ব্যবস্থাপনায় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের কারিগরি সহযোগিতায় ৩০৩জন দরিদ্র বেকার তরুণ-তরুণীকে ৩ ও ৬ মাস মেয়াদী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরও ১৪৯জন তরুণ-তরুণীর প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাকরিদাতাদের নিয়ে এ ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের উপ-নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কামাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহকারী-মহাব্যবস্থাপক জিতেন্দ্র কুমার রায়।


এছাড়া বক্তব্য দেন আরআরএফ উপ-নির্বাহী পরিচালক পিংকু রিতা বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কোহিনুর আক্তার, যুব উন্নয়নের উপ-পরিচালক গোলাম মাহাবুব, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, প্রেসক্লাব যশোর’র যুগ্ম সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আরআরএফ উপ-পরিচালক (প্রশিক্ষণ) আবুল কালাম আজাদ।


সমাবেশ পরিচালনা করেন আরআরএফ’র সিনিয়র প্রশিক্ষক নার্গিস আনিসা পিয়া।সমাবেশ ছাড়াও প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তরা ট্রেড ভিত্তিক ৬টি স্টল বসান। অনুষ্ঠানে তিনজন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ উপহার দেয়া হয়।


বিবার্তা/তুহিন/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com