ফেনীতে পরিবহনে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেফতার ৯
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১৪:০২
ফেনীতে পরিবহনে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেফতার ৯
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর ছাগলনাইয়ায় অবৈধভাবে যানবাহন থেকে চাঁদা নেওয়ার অভিযোগে ৯ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৭। শুক্রবার (১৫ মার্চ) বিকালে ছাগলনাইয়া পৌরসভার জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক হয়। ১৬ মার্চ, শনিবার সকালে ধৃতদের ফেনী আদালতে সোপর্দ করা হয়।


র‍্যাবের ফেনী ক্যাম্প জানায়, ছাগলনাইয়া জিরো পয়েন্টসহ আশপাশের স্ট্যান্ড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে অভিযান চালায় র‍্যাবের একটি টহলদল।


প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা নেয়ার ঘটনায় ছাগলনাইয়ার ওবায়দুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৪১), মো. ইব্রাহিমের ছেলে মো. ছলিম (৩৪), আবুল কালামের ছেলে মো. আরাফাত (২৩), মাক্ষু মিয়ার ছেলে মো. আলম (৪৫), আবুল কাশেমের ছেলে মো. আজিম উদ্দিন (২৬), জাফর আহম্মেদের ছেলে রেজাউল করিম (৪২), ইব্রাহিম দিপ্তির ছেলে আবুল হাশেম খোকন (৪২), রহিম উল্ল্যাহর ছেলে মো. শফিক (৪৫) ও আবুল হাশেমের ছেলে মো. আনোয়ার (৪২) কে আটক করা হয়।


তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এসময় বিভিন্ন গাড়ি হতে আদায়কৃত ২২ হাজার ৬০০ টাকা এবং চাঁদা আদায়ের বিপুল পরিমাণ ভুয়া রশিদ বহি উদ্ধার করা হয়।


র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ছাগলনাইয়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/মনির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com